• শিরোনাম

    আপনি কি ভিসা চেক করতে হলে কম্পিউটার দোকানে এ যান? তাহলে আজ থেকে আর না জেনে নিন অনলাইনে বিভিন্ন দেশের ভিসা চেক করার পদ্ধতি

     ভিসা চেক

    জেনে নিন অনলাইনে বিভিন্ন দেশের ভিসা চেক করার পদ্ধতি ও লিংক

    Translate .তরজমা, অনুবাদ

    Sunday, 27 May 2018

    হোয়াটসঅ্যাপ হট বৈশিষ্ট্য

    হোয়াটসঅ্যাপের টেক্সট এবার থেকে কষ্ট করে আর পড়তে হবে না। টেক্সটটি আপনাকে পড়ে শুনিয়ে দেবে নতুন এক প্রযুক্তি।খবর ক্রাইম রিপোর্টার ২৪.কমের।
    শুধু টেক্সট পড়ে শোনানোই নয়, থাকছে সেই টেক্সট লাইক করা, তার উত্তর পাঠানো, সেটি কপি বা ডিলিট করার ব্যবস্থাও।
    আইওএস ডিভাইসে ‘স্পিক’ ফিচারটি ব্যবহার করার পরীক্ষা-নিরীক্ষা শুরু করে দিয়েছে ফেসবুক অধিকৃত মেসেজিং প্রতিষ্ঠানটি। আইফোনে ইতোমধ্যেই ব্যবহার করা হয়েছে এই ব্যবস্থা।
    বর্তমানে সমস্ত আইওএস ডিভাইসে এই ফিচার বর্তমান না থাকলেও শিগগিরই তা প্রতিটি অ্যান্ড্রয়েড ডিভাইসেই দেখতে পাওয়া যাবে বলে গুঞ্জন প্রযুক্তি বিশ্বে।
    সম্প্রতি হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড প্লাটফর্মের নতুন আপডেটে বেশ কিছু বাড়তি ফিচার যুক্ত করেছে সংশ্লিষ্টরা। এতে রয়েছে স্টিকার, ইমেজের উপর টেক্সট লেখার ব্যবস্থা। হোয়াটসঅ্যাপ অ্যাপটির ক্যামেরার ফ্ল্যাশও উন্নত মানের করা হয়েছে নতুন আপডেটে।
    এখন এই অ্যাপের ক্যামেরায় কোনও ছবি তুললে দেখা যায় তার উপর কিছু লেখা বা আঁকার অপশন থাকে। পেনসিল ও ‘টি’ আইকনের মাধ্যমে বিভিন্ন রঙ ব্যবহার করে ছবিটিকে এডিট করা যায়। নতুন আপডেটে অ্যাপের ক্যামেরায় যুক্ত করা হয়েছে সেলফি ফ্ল্যাশও।

    No comments:

    Post a Comment